Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, আব্দুলপুর-৬৪২২, লালপুর, নাটোর।

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, আব্দুলপুর-৬৪২২, লালপুর, নাটোর। কর্মচারী নাম ও ঠিকানা: নাম: মোছা: আকতার বানু পদবী: FWV ( পরিবার পরিদর্শীকা ) মোবাইল নং: ০১৭১৩-৭২৫৮৯৬ নাম: মো: নাহিদ আনজুম পদবী: ফার্মাসিষ্ট মোবাইল নং: ০১৭১৩-২০৩৫৭২ নাম: সালেহা বেওয়া পদবী: আয়া মোবাইল নং: ০১৭৫১-১৫৫৭০৭ নাম: মো: মোস্তাকন রহমান পদবী: পিয়ন মোবাইল নং: ০১৭১৮-৮০৬২১৭ সেবা সমুহঃ ১. মা ও শিশুর প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া। ২. কিশোর কিশরী , পুরম্নষ মহিলাদের চিকিৎসা প্রদান করা এবং জটিলতা দেখা দিলে রেফার করা। ৩. মহিলা ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রনের পদ্ধতি সম্পর্কে উদ্বুদ্ধ করা। ৪. কাজের মূল্যায়নের জন্য প্রতি মাসে রিপোর্ট দেয়া এবং তথ্য সংরক্ষন করা। ৫. গর্ভবতী সেবা। ৬. স্বাভাবিক প্রসব সেবা। ৭. গর্ভোত্তর সেবা। ৮. নবজাতকের সেবা। ৯. প্রজনন তন্ত্রে সেবা/যৌনবাহিত রোগের সেবা। ১০. জন্ম নিয়ন্ত্রনের পদ্ধতি সম্পর্কে উদ্বুদ্ধ করা। ১১. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা দেয়া। ১২ মা ও শিশুর স্বাস্থ বিষয়ক পরামর্শ দেওয়া। স্বাস্থ্য কেন্দ্রে তথা মাঠ পর্যায়ে সেবা তথ্য সমূহঃ (ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত গর্ভবতী সেবা, গর্ভত্তোর সেবা ০-৫বছর কম বয়সী শিশুদের সেবা। প্রজনন তন্ত্রে যৌন বাহিত রোগের সেবা, ই,পি,আই সেবা ভিটামিন ক্যাপসুল বিতরন । স্বাস্থ্য ও পুষ্ঠি বিষয়ক শিক্ষামূলক সেবা । স্বাভাবিক প্রসাব সেবা । (খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে) খাবার বড়ি জন্মনিরোধক সামগ্রী । (গ) পরিবার পরিকল্পনা পার্শ্বপ্রদান পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পাশ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা । (ঘ) সরকার নিদ্ধারিত মূল্যপ্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা,কনডম-১ ডজন- ১(এক)টাকা ২০(বিশ) পয়সা বাড়ীবাড়ী পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবা (পরিবার কল্যান সহকারী কর্তৃক) (ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে । ** আই,ইউ,ডি/ কপাটির ক্ষেত্রে=১৫০/= ** নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্টের ক্ষেত্রে= ১৫০/= ** স্থায়ী পদ্ধতি(পুরুষ/মহিলা) ক্ষেত্রে=২০০০/= (চ) বিনামূল্যে প্রদত্ত সেবা- ** পরিবার পরিকল্পনা বিষয়ে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরন । ** খাবার বড়ি বিতরন । ** জন্মনিয়ন্ত্রন ইনজেকশন প্রদান । ** আই,ইউ,ডি, ভ্যাসেকটমী/এন,এস,ভি (স্থায়ী পদ্ধতি)পুরুষ ও টিউবেকটমী (স্থায়ী পদধতি) মহিলা গহীতাকে প্রাথমিক বাচাই করন ও সেবা কেন্দ্রে আনয়ন । ** ঝুকিপূর্ন গর্ভবতী মা সনাক্তকরন ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরন । সি,এস,বি,এ কর্তৃক প্রদত্তসেবা ( বিনামূল্যে)। ** বাড়ীতে স্বাভাবিক প্রসব সেবা । ** নবজাতকের সেবা । ** জটিল রোগী সনাক্তকরন ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরন । (ছ) অন্যান্য সেবা- ** সাধারন রোগীর সেবা । ** বয়ঃসন্ধি কালীন সেবা ( কৈশর প্রজনন স্বাস্থ সেবা) ** স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা । (জ) প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন। (ঝ) এছাড়াও নির্দ্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসুতি সেবা/ সমন্বিত জরুরী প্রসুতি সেবা প্রদান করা হয়ে থাকে ।